ইসলাম হলো পূনাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম এর মধ্যে বাড়ানোর কিছুই নাই এবং কমানোর কিছুই নেই । ইসলাম পাঁচটি খুটির উপর দাঁড়িয়ে আছে। এই খুঁটি গুলোর মধ্যে অন্যতম খুটি হচ্ছে হজ।
আমরা হজ সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারি ।
হজ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ন ইবাদত। যেহেতু হজ করতে আমাদের অনেক ব্যয় হয় । হোক সেটা অর্থ, হোক সেটা শারীরিক পরিশ্রম, হোক সেটা ত্যাগ।হজ একটি আরবী শব্দ।
হজ এর আভিধানিক অর্থ হলো জিয়ারত করা , সফর করা , ঘুরতে যাওয়া ।
আল্লাহ তায়ালার নৈকট্য লাভের আসায় নিদিষ্ট নিয়তে, নিদিষ্ট সময়ে, নিদিষ্ট স্থান ভ্রমন করাকে হজ বলা হয়।
আবার কেউ কেউ বলেন , নিদিষ্ট সময়ে পবিত্র কাবা শরীফে নিদিষ্ট কাজ সম্পূর্ন করার মাধ্যমে ইবাদত করাকে হজ বলা হয়।
হজ করার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে । সেটি হচ্ছে আমাদের নিয়ত থাকতে হবে আমরা আল্লাহর ইবাদত করবো। আমাদের নিয়ত যেন না হয় ঘুরতে আসা বা দেখতে আসা ।
আল্লাহ পাক আমাদের সবাইকে হজ করার তাওফিক দান করুক । আমিন
0 মন্তব্যসমূহ